সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নিজামীর রিভিউ শুনানি ৩ মে

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানির জন্য ৩ মে দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে আসামিপক্ষের আইনজীবীরা নিজামীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। গতকাল ওই আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। শুনানিতে নিজামীর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশ নেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী রিভিউ শুনানির প্রস্তুতির জন্য চার সপ্তাহ সময়ের আবেদন জানান। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। এর আগে নিজামীর করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল রিভিউ শুনানির জন্য এক সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। ২৯ মার্চ আসামিপক্ষ রিভিউ আবেদন করার পর রাষ্ট্রপক্ষ দ্রুত শুনানির তারিখ চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। এরই ধারাবাহিকতায় বিষয়টি চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে যায়। গত ৬ জানুয়ারি নিজামীকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। বিচারিক আদালতে প্রমাণিত আট অভিযোগের মধ্যে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণের দ্বিতীয়, ষষ্ঠ ও ষোড়শ অভিযোগে মৃত্যুদণ্ড এবং হত্যা-নির্যাতন সম্পর্কিত সপ্তম ও অষ্টম অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর