বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

সেই ‘বাঁশ পিডি’কে গ্রহণ করল না খাগড়াছড়ি

প্রতিদিন ডেস্ক

চুয়াডাঙ্গায় ভবন তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে আলোচিত কৃষি বিভাগের প্রকল্প পরিচালক (পিডি) সাদেক ইবনে শামছকে গ্রহণ করেনি খাগড়াছড়ি। খাগড়াছড়ি কৃষি বিভাগের প্রকল্প পরিচালক পদে শাস্তিমূলক বদলি করা হলেও এই কর্মকর্তাকে গ্রহণ না করায় তাকে কিশোরগঞ্জে বদলি করা হয়েছে। অবশেষে গতকাল তিনি কিশোরগঞ্জে যোগদান করেন। খবর বাংলানিউজ।

জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় সরকারি ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করায় সমালোচিত ওই কর্মকর্তাকে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা  প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে শাস্তিমূলক বদলি করা হয়। ১১ এপ্রিল কৃষি মন্ত্রণালয় থেকে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে খাগড়াছড়িতে পদায়ন করা হয়। মঙ্গলবার খাগড়াছড়িতে যোগ দেওয়ার শেষ তারিখ ছিল তার। কিন্তু ওই কর্মকর্তাকে গ্রহণ করতে রাজি হননি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতর পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ একটি বিভাগ। তাই জেলা পরিষদ চেয়ারম্যানের আপত্তির কারণে আর যোগ দেননি। জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, এমন বিতর্কিত কর্মকর্তাকে গ্রহণ করার প্রশ্নই ওঠে না। পরে কিশোরগঞ্জে তাকে কৃষি সম্প্রদারণ অধিদফতরে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। ১৮ এপ্রিল কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ-১ শাখার উপ-সচিব সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। তাকে ২০ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলে গতকাল কিশোরগঞ্জ জেলা কৃষি অধিদফতরে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক  মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ খবর