বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

উত্তাল রাজশাহী, ক্ষোভ বাড়ছে

রাবি শিক্ষক হত্যায় ইমাম ও মাদ্রাসা শিক্ষক আটক

প্রতিদিন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠেছে রাজশাহী। ক্ষোভ বাড়ছে মানুষের মনে। এ ঘটনায় মসজিদের ইমাম ও স্থানীয় এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে তাদের আটক করা হয়।

রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আটকরা হলেন দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও খাজাপাড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান (৪৮)। পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী তার নিজ গ্রামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু মসজিদের ইমাম রায়হান আলী গানবাজনা পছন্দ করতেন না। তাই তিনি গানের স্কুল প্রতিষ্ঠা করার বিরোধিতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে আটক করা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রামের খাজাপাড়ার মাদ্রাসা শিক্ষক মুনসুরকে আটক করা হয়েছে। এ নিয়ে শিক্ষক হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘাতকদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকালও বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রাবি প্রতিনিধি জানিয়েছেন, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ডাকে গতকালও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বর্জন করা হয়। এ ছাড়া বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। তারা আজও সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব সোহান। এর আগে বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট অংশগ্রহণ করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধন ফটকে যায়। এরপর সড়ক অবরোধ শুরু হয়।  জাবি প্রতিনিধি জানান, শিক্ষক হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির শিক্ষকরা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। সেই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ময়মনসিংহ প্রতিনিধি জানান, শিক্ষক রেজাউল করিম হত্যার প্রতিবাদে ময়মনসিংহ শিক্ষক সমিতির ব্যানারে মৌন মিছিল করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু করে মিছিলটি বটতলায় এসে শেষ হয়। নওগাঁ প্রতিনিধি জানান, রেজাউল করিম হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে স্থানীয় সংগঠন একুশে পরিষদ নওগাঁ। গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, গত ১০ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে হত্যা করা হয়েছে, যার একটিরও সুষ্ঠু বিচার করা হয়নি।

সর্বশেষ খবর