শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

আরও ৫৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

নিজস্ব প্রতিবেদক

আরও ৫৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের আরও প্রায় ৫৩ লাখ ডলার ফেরত দিয়েছেন ফিলিপাইনের ব্যবসায়ী কিম অং। ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে তিনি গত বুধবার এই অর্থ ফেরত দেন। এ নিয়ে মোট প্রায় ১৭ মিলিয়ন ডলার উদ্ধার করা হলো বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের। জানা গেছে, ফিলিপাইনের ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানির (ক্যাসিনো) মালিক কিম অং রিজার্ভ চুরির অর্থ তার প্রতিষ্ঠানে যাওয়ার কথা স্বীকার করেন। ফিলিপাইনের সিনেট ব্লু রিবন কমিটির কাছে তিনি তার কাছে থাকা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুসারে তিনি চার দফায় প্রায় ১৭ মিলিয়ন ডলার ফেরত দিয়েছেন। এর বাইরে তার প্রতিষ্ঠানে আর কোনো অর্থ নেই বলে তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। তবে দেশটির এএমএলসি, ব্লু রিবন কমিটি এখনো ঘটনার তদন্ত করছে। আগামী ১২ মে সিনেটে পুনঃশুনানি হওয়ার কথা রয়েছে। দেশটির রেমিট্যান্স লেনদেন কোম্পানি ফিলরিমের কাছেও ১৭ মিলিয়ন ডলার রয়েছে বলে সিনেট শুনানিতে কিম অং জানিয়েছেন। ফিলরিমের কর্মকর্তারা ওই অর্থ থাকার কথা অস্বীকার করলেও এএমএলসি উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আরও ৫৩ লাখ ডলার উদ্ধার করার কথা বাংলাদেশকে জানানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। তবে উদ্ধার হওয়া অর্থ এখনো বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশকে অর্থ ফেরত দেওয়া হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) জিএম দেবপ্রাসাদ দেবনাথ বলেন, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। কিম অং আরও সাড়ে ৫ মিলিয়ন ডলার ফেরত দিয়েছেন বলে আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা পুরো অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি সব অর্থই উদ্ধার করা সম্ভব হবে। এদিকে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত ও অর্থ উদ্ধার নিয়ে আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সুইফট ও নিউইয়র্ক ফেডারেল ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিএফআইইউ কর্মকর্তা আবদুর রব, অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং বিভাগের জিএমসহ বাংলাদেশ ব্যাংকের আইনজীবী অংশ নেবেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর