শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

ফরিদপুরে মুখোমুখি অবস্থানে জাফর নিক্সন চৌধুরী

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের তিনটি উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনটি উপজেলার ২৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। আওয়ামী লীগের যারা মনোনয়ন চেয়ে ‘নৌকা প্রতীক’ পাননি তারাই ভিড় করেছেন স্বতন্ত্র এমপির ছায়াতলে। বেশির ভাগ ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন। ফলে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের ২৫টি ইউনিয়নেই আওয়ামী লীগের বড় বাধা হিসেবে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি ইউনিয়নে ঘটেছে একাধিক সংঘর্ষ। পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে জারি হয়েছে ১৪৪ ধারা। ৭ মে চরভদ্রাসন ও সদরপুরের ১৩ ইউনিয়নে নির্বাচন। প্রতিটি ইউনিয়নেই আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে চলছে চরম উত্তেজনা। এসব ইউনিয়নে পাল্টাপাল্টি প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে কাজী জাফরউল্যাহ ও নিক্সন চৌধুরীর। সদরপুর ইউনিয়নে বৃহস্পতিবার ভোরে নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরকে হত্যার জন্য ২২-২৫ জন সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ করেন কাজী জাফর। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে নিক্সন চৌধুরীর মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে দায়ী করে এলাকায় বিক্ষোভ মিছিল হয়। পরে সদরপুর থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে নিক্সন চৌধুরীর চার কর্মীকে আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে সদরপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে। উভয় পক্ষই অভিযোগ করে বলেছে, তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী কার্যালয়, ছিঁড়ে ফেলা হচ্ছে পোস্টার।

সর্বশেষ খবর