শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

৫ পয়সা চুরি, ৪৩ বছর আইনি লড়াই!

প্রতিদিন ডেস্ক

মাত্র ৫ পয়সা চুরির অভিযোগে চাকরি খুইয়ে দীর্ঘ ৪৩ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দিল্লির বাসিন্দা ৭৩ বছরের বৃদ্ধ রণবীর সিং যাদব। এই দীর্ঘ সময়ের মধ্যে ৫ পয়সা অচল হয়ে গেছে। কিন্তু মামলা শেষ হয়নি। সূত্র : এই সময়।

জানা গেছে, ১৯৭৩ সালে রণবীর সিং যাদব দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের (ডিটিসি) তরুণ বাস কন্ডাক্টর ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি এক নারী যাত্রীর কাছ থেকে টিকিট বাবদ ৫ পয়সা বেশি নিয়েছিলেন। টিকিটের দাম ছিল ১০ পয়সা।  রণবীর ওই নারীর কাছ থেকে ১৫ পয়সা নিয়ে ১০ পয়সার টিকিট দিয়েছিলেন। এভাবে ৫ পয়সা নিজের পকেটে রেখেছিলেন। পরে ওই নারী ডিটিসিতে অভিযোগ করেন। অভ্যন্তরীণ তদন্তে রণবীর দোষী সাব্যস্ত হন। ১৯৭৬ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তখন রণবীর ডিটিসির বিরুদ্ধে মামলা করেন। তারপর থেকে চলছে মামলা। দীর্ঘ ৪৩ বছর কেটে গেছে। যুবক রণবীর এখন বৃদ্ধ। ৫ পয়সার মামলা চালাতে রণবীর সিং যাদবের খরচ হয়েছে এ পর্যন্ত ৪৭ হাজার টাকা। যদিও এর মধ্যে ১৯৯০ সালে শ্রম আদালত থেকে মামলায় জিতে যান রণবীর। শ্রম আদালত জানিয়েছিলেন, রণবীরকে বরখাস্ত করা ছিল বেআইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় ডিটিসি। দিল্লি হাইকোর্টও মামলাটি চলতি বছরের জানুয়ারিতে খারিজ করে দিয়ে রণবীরকে ৩০ হাজার টাকা, গ্র্যাচুইটি বাবদ ১ লাখ ২৮ হাজার টাকা ও প্রভিডেন্ট ফান্ড বাবদ ১ লাখ ৩৭ হাজার টাকা দেওয়ার জন্য ডিটিসিকে নির্দেশ দেন। কিন্তু ডিটিসি ৫ পয়সা আদায় করতে আপিল করেন। তারপর আবার মামলা চলছে। আগামী ২৬ মে এ মামলার শুনানি হবে। এ প্রসঙ্গে বৃদ্ধ রণবীর সিং বলেন, ‘৫ পয়সা বা ২ পয়সা বড় নয়। আমার প্রতি যে অবিচার করা হয়েছে, তা কয়েক লাখ টাকার সমান। আমার নাতি-নাতনিরা ভাবে, আমি চোর। এভাবে বাঁচা যায়?’

সর্বশেষ খবর