শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা
রাবি শিক্ষক হত্যা

দুই শিক্ষার্থীর সন্ধানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থী জড়িত    বলে পুলিশ জানিয়েছে। তাদের সন্ধান করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, হত্যাকারীরা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ধরতে পারলেই হত্যাকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত- তা বের হয়ে আসবে। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও মামলার তদারকি কর্মকর্তা সরদার তমিজউদ্দীন আহমেদ বলেন, আদর্শিক কারণে মৌলবাদী সংগঠনের সদস্যরা রাবি শিক্ষক রেজাউল করিমকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আত্মীয়-স্বজনকে পুলিশ এরই মধ্যে আটক করেছে। পালিয়ে থাকা ব্যক্তিরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামের বাবা আবদুল হাকিম ও ভাই আরিফুল ইসলাম আছে। আরও আছে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান, মাদ্রাসা ছাত্র খায়রুল ইসলাম, মসজিদের ইমাম রায়হান আলী। এদের মধ্যে হাফিজকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ খবর