শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৩ কোটি ৯ লাখ টাকা মূল্যের এক লাখ ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গতকাল ভোরে তার নেতৃত্বে টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানায় বিজিবি। অন্যদিকে একই দিন শাহপরীর দ্বীপ বিওপির একটি টহলদল গোপন সংবাদে সীমান্ত এলাকায় অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

কক্সবাজার বিমানবন্দরে সাড়ে ২৩ হাজার পিস ইয়াবা : কক্সবাজার বিমানবন্দরে সাড়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ যাত্রী সাইদুর রহমানকে আটক করা হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়। সাইদুর ফেনীর সোনাগাজী উপজেলার মুজিবুর রহমানের ছেলে। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধনকুমার মোহন্ত জানান, সাইদুর বেসরকারি বিমান ‘নভো-এয়ার’-এর ৩টার ফ্লাইটের যাত্রী ছিলেন। তাকে সন্দেহ হওয়ায় লাগেজ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

সর্বশেষ খবর