সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে নানা আয়োজন

কলকাতা প্রতিনিধি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীতে গতকাল পশ্চিমবঙ্গজুড়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সংগীতানুষ্ঠান, আলোচনাসভা, শোভাযাত্রা ইত্যাদি।

ভোর ৬টায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ‘হে নূতন দেখা দিক আরবার...’  গানের মধ্য দিয়ে রবীন্দ্র স্মরণানুষ্ঠান শুরু হয়। উদ্বোধীন সংগীত পরিবেশন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের ছাত্রছাত্রীরা। এরপর কবির জন্মকক্ষ, প্রয়াণ কক্ষ ও কবির মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। এ ছাড়া বিশ্বভারতীতেও যথাযথ মর্যাদায় স্মরণ করা হয় কবিগুরুকে। ভোরে বৈতালিকের মধ্য দিয়ে কবিপ্রণামের সূচনা হয়। অসংখ্য রবীন্দ্র অনুরাগী নতুন পোশাকে, ফুলের মালায় সেজে স্মরণানুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া পাড়ায় পাড়ায় প্রভাতফেরি, নাটক, গান, নৃত্য আর কবিতা পাঠের আয়োজন করা হয়। বিকাল ৫টায় পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান করা হয় রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে। অনুষ্ঠানে অংশ নেন প্রখ্যাত সংগীতশিল্পীরা। এদিন বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর