সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দুই বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। গতকাল সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন গতকাল বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬-এর দুটি ধারায় রনিকে এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন। আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়।’ ওসি জানান, ‘অবৈধ অস্ত্র বহনের অভিযোগে রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।’ এদিকে রনির মুক্তির দাবিতে শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুরেও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ নেতারা রনির মুক্তি দাবি করেন। প্রসঙ্গত, শনিবার হাটহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার হন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর