শিরোনাম
রবিবার, ১৫ মে, ২০১৬ ০০:০০ টা

স্কুলের গভীর নলকূপে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

স্কুলের গভীর নলকূপে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের সুকন্দিবাগ এলাকায় পানির পাম্প স্থাপনের জন্য তৈরি করা পরিত্যক্ত গর্তে পড়ে রুমানুর রহমান (৬) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটেছে। এ সময় পারভেজ সানি নামে আরও এক ছাত্র আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবনের গেটের পাশে একটি সাবমারসিবল (পানির পাম্প) নলকূপ স্থাপনের জন্য বছর দেড়েক আগে গর্ত করা হয়। পানি না ওঠায় গর্তটি বালি দিয়ে ভরাট করে ফেলা হয়। কিন্তু সঠিকভাবে ভরাট ও রক্ষণাবেক্ষণ না করায় দুই দিনের বর্ষণে ওই স্থানটি চোরাবালির রূপ নেয়। গতকাল সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি শ্রেণির শিক্ষার্থী রুমানুর ও পারভেজ সানি অসাবধানতাবশত গর্তে পড়ে যায়। চিত্কার শুনে আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করেন। তবে রুমানুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, ১০/১২ ফুট গর্তের ভেতরে আগে রুমানুর পড়ে, তার উপর পড়ে যায় সানি। উদ্ধারের আগেই রুমানুরের মৃত্যু হয়। হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন জানান, সকালে সাপ্তাহিক পরীক্ষা শেষে দুই শিক্ষার্থীর অভিভাবকরা তাদের স্কুলের সামনে দাঁড় করিয়ে রেখে শ্রেণি শিক্ষকের সঙ্গে কথা বলতে যান। ওই ফাঁকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার এস আই মোবারক হোসেন জানান, এ ঘটনায় বিদ্যালয় ভবনের মালিক হাসেমকে আটক করা হয়েছে। সে হায়দরাবাদ এলাকার ফজর আলীর ছেলে।

সর্বশেষ খবর