শিরোনাম
রবিবার, ১৫ মে, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

দরজার ত্রুটিতে যাত্রা বাতিল বিমানের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বোর্ডিং ব্রিজের সঙ্গে দরজা আটকে যাওয়ায় বাংলাদেশ বিমানের ওমানগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটের সব যাত্রী আসন গ্রহণ করার পর এই দুর্ঘটনাটি ঘটে। দুপুরের পর অন্য ফ্লাইটে করে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির মেরামতের কাজ চলছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘বিজি-১২৩ ফ্লাইটটি সকাল ৯টায় ওমানের মাস্কাটের উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বোর্ডিং ব্রিজ দিয়ে যাত্রীরা আসন গ্রহণ করার পর বিমানটি রানওয়েতে যাওয়ার প্রস্তুতি নেয়। বোর্ডিং ব্রিজের সঙ্গে দরজা লেগে থাকা অবস্থাতেই বিমানটি তার অবস্থান থেকে সরে যায়। এতে বিমানের দরজা বোর্ডিং ব্রিজের সঙ্গে আটকে যায়। এ সময় অনেক চেষ্টা করেও বিমানের দরজা লাগানো যায়নি। পরে যাত্রা বাতিল করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, দরজার যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, যাত্রী ওঠানোর পর বোর্ডিং ব্রিজ থেকে সরে আসার সময় বিমানটির দরজা আটকে যায়।

সর্বশেষ খবর