বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

সেই মিঠুর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান মো. মোতাজ্জেরুল ইসলাম (মিঠু)-এর বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে বনানী থানায় গত সোমবার রাতে এই মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার দুদকের বোর্ড সভায় মিঠুর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিঠুর নামে ২০১১-২০১২ অর্থ বছর পর্যন্ত জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে-বেনামে প্রায় ৫০ কোটি ১৫ লাখ ৫১ হাজার ২৩৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। উল্লেখ্য, ২০১৩ সালের ২ ডিসেম্বর মিঠুর প্রকৃত সম্পদের পরিমাণ, উৎস, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ, যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তি, দায়-দেনার বিস্তারিত বিবরণী চেয়ে আদেশ জারি করে নোটিস প্রদান করে দুদক। আইন অনুযায়ী ওই নোটিস পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে আইনজীবীর মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হয়।

সর্বশেষ খবর