বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা
নির্বাচনী সহিংসতা

ঠাকুরগাঁওয়ে ভাঙচুর মুন্সীগঞ্জে সংঘর্ষ

প্রতিদিন ডেস্ক

বেশ কয়েকটি স্থান থেকে গতকাল নির্বাচনী সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষের সময় একজন গুলিবিদ্ধ এবং সাতজন আহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ে অফিস ভাঙচুরসহ বিভিন্ন স্থানে ভীতি প্রদর্শন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ—

মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল হাই (প্রতীক ফুটবল) ও মো. তোতার (প্রতীক মোড়গ) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য প্রার্থী আবদুল হাইয়ের বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে তোতার সমর্থক গুলিবিদ্ধ শহীদুজ্জামান (৩৪), ইউপি সদস্য প্রার্থী আবদুল হাই ও তার ভাবী আজমিরী বেগম (৪০) ও রেজিয়া বেগমকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও : সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপি প্রার্থী পয়গাম আলীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ। সোমবার দিবাগত রাত ২টায় ওই ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২০-২৫ জন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে নির্বাচনী অফিসে হামলা চালায়। এলাকাবাসী অভিযোগ করে জানায়, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ ছাড়াও অফিসের পাশে মনসুর আলীর মুদি দোকান ও নুরুল আমিনের বাড়ি ভাঙচুর করা হয়। পয়গাম আলী এ ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, ‘ভাঙচুরের অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে সরে দাঁড়ানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, দলীয় সিদ্ধান্ত ছাড়াই আবাইপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, রফিকুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে তিনি জানেন না। দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার মেঘনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা জমে উঠেছে। গতকাল সকালে উপজেলার লুটেরচর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সানাউল্লাহ শিকদার ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের সঙ্গে উঠান বৈঠক করেন। নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট রতন। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী ঈর্ষান্বিত হয়ে আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানির কৌশল অবলম্বন করেছেন।

১৫ মে স্থানীয় সোনাসার গ্রামের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আমার কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ১৬ মে মোহনপুর গ্রামে উঠান বৈঠক করার জন্য লোকজন জমায়েত হলে পুলিশ তাতে বাধা দেয়।’

সর্বশেষ খবর