বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আসছে ‘শিশু বাজেট’

মানিক মুনতাসির

ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রাধিকার দিতে এবার ‘শিশু বাজেট’ নিয়ে আসছেন অর্থমন্ত্রী। প্রথমবারের মতো শিশুদের বিকাশে, তাদের জন্য নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে তিনি এই বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। 

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রথমবার হিসেবে এ খাতে এবার ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। সংসদের বাজেট অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। একই সঙ্গে তিনি এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের প্রস্তাবনাও তুলে ধরবেন। সূত্র জানায়, শিশু বাজেটের ব্যাপারে এরই মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে পৃথক পরিকল্পনা নিতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমিসহ যেসব সরকারি-বেসরকারি সংগঠন ও সংস্থা শিশুদের নিয়ে কাজ করে থাকে, তাদের কাছেও পরিকল্পনার বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। সূত্র আরও জানায়, শিশু বাজেটের লক্ষ্য থাকবে পথশিশু ও সামাজিক সুবিধাবঞ্চিত শিশুদের বিকাশ ও উন্নয়ন। এর ভিত্তিতে তাদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে বিভিন্ন ধরনের সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হবে। এক্ষেত্রে সরকারি সংস্থার বাইরে বিভিন্ন দেশি-বিদেশি এনজিওকেও কাজে লাগানো হবে। শিশু বাজেটের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মসজিদ-মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করা হবে। এছাড়া শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন জেলায় যেসব সরকারি শিশু পরিবার রয়েছে- সেগুলোর আওতা বাড়ানো হবে। শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্রের আওতাও বাড়ানো হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেটে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলার জন্য পৃথকভাবে জেলা বাজেট ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু এর বাস্তবায়ন ব্যর্থ হয়েছে। ফলে অর্থমন্ত্রী জেলা বাজেটের ধারণা থেকে বেরিয়ে এসে এবার শিশু বাজেটের উপর গুরুত্ব দিয়েছেন। অর্থবিভাগ সূত্রে জানা গেছে, জেলা বাজেটে সে বছর টাঙ্গাইল জেলার জন্য পৃথকভাবে ১ হাজার ৯০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু অর্থবছর শেষে এক টাকাও ব্যয় করতে পারেনি টাঙ্গাইল জেলা প্রশাসন। এরপর ২০১৪-১৫ অর্থবছরে জেলা বাজেটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঘোষণা দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ সবগুলোর জন্য পৃথক জেলা বাজেট নিয়ে আসেন অর্থমন্ত্রী। তার সে লক্ষ্যও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তিনি আর জেলা বাজেট রাখেননি।

সর্বশেষ খবর