বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা
চিকিৎসা

দুই হাজার টাকায় রোগীর হৃদযন্ত্রে তিন রিং

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দুই হাজার টাকায় রোগীর হৃদযন্ত্রে তিন রিং

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর হৃদযন্ত্রে (হার্টে) এনজিও প্লাস্টি করে এক সঙ্গে তিনটি রিং প্রতিস্থাপন করা হয়েছে। গতকাল আনোয়ার হোসেন নামে ওই রোগীর তিনটি রিং প্রতিস্থাপনে খরচ হয়েছে ২ হাজার টাকা। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম. সালেহ উদ্দীনের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচার করেন। এর আগে এই চিকিৎসক দলটি দুজনের হৃদযন্ত্রে একটি করে রিং প্রতিস্থাপন করেছেন। এছাড়া শের-ই বাংলা মেডিকেলে এ পর্যন্ত ১২৬ রোগীর এনজিও গ্রাম পরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ঝালকাঠী জেলা সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক মো. আনোয়ার হোসেন গত দুবছর ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১৮ এপ্রিল এনজিও গ্রাম পরীক্ষা করালে তার হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে তিনটি ব্লককে করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং প্রতিস্থাপন) অপারেশন করার সিদ্ধান্ত নেন তিনি।

সর্বশেষ খবর