শিরোনাম
রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

ধ্রুপদ গানে মুগ্ধ রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ধ্রুপদ গানে মুগ্ধ রাজশাহী

মধু মাসের গরমে মানুষ যখন অতিষ্ঠ, একপশলা বৃষ্টি তখন মনে-প্রাণে এনে দিয়েছে প্রশান্তির বার্তা। নগরবাসীর জীবনের সঙ্গে বাড়তি যোগ হয়েছে সংগীতের সুর-মূর্ছনা। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারে ধ্রুপদ সংগীতের আয়োজন করেছিল কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ। বৃষ্টিস্নাত আবহাওয়ায় নগরীর সংগীতপ্রেমী মানুষ মুগ্ধ হন ডাগর বাণীশৈলীর ধ্রুপদে। যার পরিবেশনায় ছিলেন তরুণশিল্পী ঋত্বিক মাহমুদ।

কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমারের সঞ্চালনায় শুরু হয়েছিল এ সংগীতসন্ধ্যা। তিনি পরিচয় করিয়ে দেন শিল্পীকে এবং কোন রাগ -অনুরাগে তিনি গাইবেন সেটিও। অনুষ্ঠানের সূত্রপাত করেন রুহুল আমীন প্রামাণিক। শিল্পীকে আশীর্বাদ করেন একুশে পদকে ভূষিত শিল্পী পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। ঋত্বিক মাহমুদ পরিবেশন করেন ‘মিয়াকি মলহার’ উপমহাদেশের বিখ্যাত ডাগর বাণীশৈলীর ধ্রুপদ। তার গায়কী ঢঙ সুরের ঐক্যতানে বেধে ফেলে উপস্থিত সবাইকে। পিনপতন নীরবতায় মগ্ন হয়ে সবাই শুনেছেন সংগীত। অনুষ্ঠানে পাখোয়াজ বাজান রাবি সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. দীনবন্ধু পাল। কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, রাজশাহীতে শুদ্ধ সংগীতের প্রসারে কবিকুঞ্জের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর