শিরোনাম
রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় ‘সপ্তবর্ণা নাট্যোৎসব’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘সপ্তবর্ণা নাট্যোৎসব’

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল সন্ধ্যায় শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘সপ্তবর্ণা নাট্যোৎসব’। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন নাট্যচক্রের সভাপতি ম. হামিদ। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে এই উৎসবের উদ্বোধন করা হয়। শেষে মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমি ও  জাপান দূতাবাসের যৌথ প্রযোজনার নাটক ‘একশ বস্তা চাল’। ইয়োজো ইয়ামামোতোর মূল রচনা অবলম্বনে নাটকটি অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম ও নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার। জাতীয় নাট্যশালার মূল হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় একটি করে সপ্তাহব্যাপী এই নাট্যোৎসবে মোট সাতটি নাটক মঞ্চায়ন হবে। ৩ জুন শেষ হবে এই উৎসব।

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা : কবিগুরুর গান, আলোচনা ও আবৃত্তির মধ্যদিয়ে প্রতিষ্ঠার ২৮ বছর উদযাপন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ আয়োজন করা হয়। মিলনায়তনের বাইরে নানা রঙের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান।

সর্বশেষ খবর