বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

উন্নয়নের গতি থামানোর চেষ্টা

-------আবুল কাশেম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উন্নয়নের গতি থামানোর চেষ্টা

স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধীরাই জঙ্গি তত্পরতা চালিয়ে দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিচ্ছে। দেশে জঙ্গিবাদের চক্রান্ত শুধু অর্থনীতির বিরুদ্ধে নয়, সবকিছুর বিরুদ্ধেই—    এমন মন্তব্যই করেছেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম। তিনি মনে করেন, জঙ্গিবাদের কারণে দেশের অর্থনীতি গুরুতর ক্ষতির সম্মুখীন হবে না। কিন্তু অস্থিতিশীলতা ব্যবসা-বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে। এটা রোধ করতে হবে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছয়গুণ বেড়েছে, মাথাপিছু গড় আয় বেড়েছে, দেশ মধ্যম আয়ের দ্বারপ্রান্তে উপনীত, ঠিক সেই সময় দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত জোট। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে ৫ জানুয়ারি-পরবর্তী তিন মাস দেশটাকে অস্থিতিশীল করে অনেক অর্থনৈতিক ধ্বংস করেছে তারা। কিন্তু তারা সফল হয়নি। এখন জঙ্গি তত্পরতা চালিয়ে দেশকে পিছিয়ে দিতে চাইছে। তিনি বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা পরিষ্কার, জঙ্গি-সন্ত্রাসবাদ পুরো বিশ্বকে উদ্বেগের মধ্যে নিয়ে গেছে। তবে ভবিষ্যতে জঙ্গি-সন্ত্রাসবাদের মতো বিষয় নিয়ে সরকার ও জনগণকে সচেতন থাকতে হবে। জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় জনসচেতনতা তৈরি করতে হবে। কারণ জিহাদের নামে জঙ্গি-সন্ত্রাসী হামলা আমাদের ইসলাম ধর্ম নয়। তরুণরা যেন ভুল পথে না যায়, সেদিকে আমাদের সবার নজর রাখতে হবে।’ তিনি বলেন, ইতিমধ্যে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের প্রতিরোধের মুখে জঙ্গিরা টিকতে পারবে না। চেম্বার সভাপতি বলেন, ইতিমধ্যে জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি করার ঘোষণা দিয়েছেন। সরকারপ্রধানের এ নির্দেশনার আলোকে রংপুর চেম্বারের পক্ষ থেকে ১ আগস্ট রংপুরে জঙ্গিবিরোধী ব্যবসায়ী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর