বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জড়িত দেশি বিদেশি চক্র

---------মমতাজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জড়িত দেশি বিদেশি চক্র

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন উন্নয়নের মহাসড়কে আছি। বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে। দেশের মানুষ সুখে-শান্তিতে বাস করছে। সারা বিশ্বে শেখ হাসিনা সরকার নন্দিত ও প্রশংসিত। ঠিক সেই মুহূর্তে সরকারের বহুমুখী সফলতায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি চক্র যোগসাজশ করে সন্ত্রাস ও জঙ্গি তত্পরতার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে মেতে উঠছে।’ এ মন্তব্য করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুক্তিযুদ্ধবিরোধী চক্রই একসময় বাংলাভাই সৃষ্টি করেছিল। তারাই এখন জেএমবি সৃষ্টি করেছে। জেএমবির বেশির ভাগ সদস্য, যারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে, তারা একসময় জামায়াত-শিবিরের রাজনীতি করত। এরা বিভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করেছে। মানুষ হত্যা করেছে। কিন্তু সফল হতে পারেনি। দেশের মানুষ তাদের প্রতিহত করেছে। তিনি বলেন, ‘আমাদের সন্তানরা লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয়ে চাকরি করবে। তারাই একদিন দেশের হাল ধরবে। কিন্তু দুঃখের বিষয়, সেই সন্তানদের অর্থের লোভ দেখিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে অধর্মের কাজ করানো হচ্ছে। আর তাদের সঙ্গেই হাত মিলিয়েছে বিএনপি।’ মমতাজ উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা উন্নয়ন চায়। তারা অশান্তি চায় না। কিন্তু বিএনপি-জামায়াত বারবার দেশে অশান্তি সৃষ্টি করে চলেছে। তারা দেশে বসে বিদেশিদের সঙ্গে যোগসাজশ করে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। তিনি বলেন, ‘কিছু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের চক্রান্ত সফল হবে না। এ চক্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের কোমলমতি ছেলেদের ফেরাতে অভিভাকক ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জঙ্গিবাদ দমন করতে হবে আমাদের নিজের প্রয়োজনে।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মানুষ বুঝে গেছে জঙ্গিবাদ কারা করছে। তাই তারা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে আজ জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে। রংপুরে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, ৫ জানুয়ারি-পরবর্তী বিএনপি-জামায়াতের নাশকতা দেশের মানুষ যেভাবে প্রতিহত করেছে, জঙ্গিবাদও সেভাবেই তারা প্রতিহত করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর