বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

লাকসামে বিএনপির সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের হামলা

সাবেক এমপিসহ আহত অর্ধশতাধিক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। হামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমসহ অর্ধশতাধিক দলীয় নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপি নেতা-কর্মীদের অন্তত ১৫টি মোটরসাইকেল, দলীয় কার‌্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। বুধবার বিকাল ৫টার দিকে লাকসাম পৌর শহরের ফতেপুর ব্রিজ সংলগ্ন উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বলেন, তারা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিলেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, ছাত্রলীগ সভাপতি সিহাব খান, পৌর কাউন্সিলর আবদুল আলীম দিদারের নেতৃত্বে কয়েকশ লোক অতর্কিত হামলা চালায়। এতে সাবেক এমপি আনোয়ারুল আজিম আহত হন। তিনি জানান, হামলাকারীরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. নূর উল্লাহ রায়হান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক ইয়াসিন আলীসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয় বলে তিনি অভিযোগ করেন। আনোয়ারুল আজিম বলেন, তারা কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে এসেছেন। ওরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। দলীয় কার্যালয়, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। লাকসাম উপজেলা যুবলীগ সভাপতি ও লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের বলেন, তাদের দলীয় কর্মসূচি ছিল। একই সময় বিএনপির কর্মসূচি চলছিল এটা জানা ছিল না। তাই দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ব্যাপারে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

সর্বশেষ খবর