বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কণ্ঠশীলনের ‘যা নেই ভারতে’

সাংস্কৃতিক প্রতিবেদক

কণ্ঠশীলনের ‘যা নেই ভারতে’

মহাভারতের কাহিনী অবলম্বনে বর্তমান সময়কে ধারণ করে সাংস্কৃতিক সংগঠন কণ্ঠশীলনের নাটক বিভাগ মঞ্চায়ন করেছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘যা নেই ভারতে’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ নাটক মঞ্চায়ন করা হয়। নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মনোজ মিত্র রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবদুর রাজ্জাক, এ কে এম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জে এম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, কামরুল হাসান, রাজিয়া সুলতানা মুক্তা, তনুশ্রী গোস্বামী, নাজনীন আক্তার শীলা, তাসাউফ-ই-বাকি বিল্লাহ রিবিন, সুমন কুমার দে, তৃপ্তি রানী মণ্ডল, ফারিয়া আক্তার সোমা, শামীম রিমু, মাহমুদুল হাসান প্রমুখ।

সর্বশেষ খবর