বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বুলুসহ বিএনপির ৭৪ নেতা-কর্মীকে পরোয়ানা

আদালত প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় বরকত উল্লাহ বুলুসহ বিএনপির ৭৪ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমিন এ আদেশ দেন। এর আগে এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া হয়। এ সময় ৮৭ আসামির মধ্যে ৭৪ জন অনুপস্থিত থাকায় তাদের গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা সেলিমা রহমান, মারুফ কামাল খান সোহেল, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, সরাফত আলী সফু ও শিমুল বিশ্বাস প্রমুখ। এ ছাড়া অন্য ১৩ আসামি জামিনে আছেন। জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপিসহ ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে মতিঝিল থানাধীন এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের কর্তব্যকাজে বাধাদান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মতিঝিল থানার এএসআই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে মতিঝিল থানার এসআই মো. জামাল হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে বিচারের জন্য মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়।

সর্বশেষ খবর