বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দারুল ইহসানের শিক্ষার্থীরা ক্ষতিপূরণ চাইতে পারবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বন্ধ ঘোষিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এতে সরকার ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করবে। গতকাল জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

নাহিদ বলেন, দারুল ইহসান অসংখ্য শাখা খুলে নানা ধরনের সার্টিফিকেট ব্যবসা করছে। আমরা বন্ধ করে দিয়েছিলাম, তারা স্টে অর্ডার নিয়ে টিকে ছিল। এখন হাইকোর্ট সরাসরি রায় দিয়েছেন, জরিমানা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়   কর্তৃৃপক্ষ আইন লঙ্ঘন করার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছিল জানিয়ে নাহিদ বলেন, এজন্য শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেই দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। যে ছাত্রের লেখাপড়ার মাঝপথে  থেমে গেছে সে কমপক্ষে ৫ লাখ টাকা দাবি করতে পারবে। শিক্ষামন্ত্রী বলেন, এতে তারা অন্য জায়গায় পড়তে পারবে। দারুল ইহসানের ক্যাম্পাসসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আইনগতভাবেই তা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

 

সর্বশেষ খবর