বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ

নিরাপত্তার কারণে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা অনুকূলে আসার বিষয়টিকে বিবেচনায় নিয়ে শিগগিরই আবার সব ধরনের কার্যক্রম চালুর আশা করছে প্রতিষ্ঠানটি। গতকাল ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গুলশান ও শোলাকিয়ায় সাম্প্রতিক জঙ্গি হামলা এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় রক্তক্ষয়ী  অভিযানের পর ব্রিটিশ কাউন্সিলের এ ঘোষণা এলো। এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, আমরা লক্ষ্য করেছি যে, সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলের কর্মী এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মূলত নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় ইমেইলের [email protected] মাধ্যমে কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে। বর্তমানে ঢাকায় দুটিসহ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের চারটি অফিস রয়েছে।

সর্বশেষ খবর