শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাজনৈতিক ঐক্য দরকার

-----------মজিবর রহমান সরোয়ার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজনৈতিক ঐক্য দরকার

‘সারা বিশ্বে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, তাতে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি তত্পরতা বৈশ্বিক সন্ত্রাসের অংশ বলেই মনে হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বিশ্লেষণ করেন, যেখানে বিভাজন, বৈষম্য ও বাকশক্তি স্তব্ধ, সেসব জায়গাগুলোতে জঙ্গির উত্থান হয়। বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বহুমুখী পদক্ষেপের অংশ হিসেবে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। এর সঙ্গে সঙ্গে মানুষের সচেতনতা বাড়াতে হবে। আমি মনে করি এখানে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বহুমুখী বিষয়ের মধ্যে রাজনৈতিক বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। এখানে গণতন্ত্র অবরুদ্ধ, বাকশক্তি স্তব্ধ। এগুলোকে খাটো করে দেখলে চলবে না। বাংলাদেশের নির্বাচন, রাজনীতি নিয়ে যে মানুষের মধ্যে বিভক্তি আছে তা তো অস্বীকার করা যাবে না। তাই দেশের এ পরিস্থিতিতে দরকার জাতীয় ঐক্য।’ সাম্প্রতিক সময়ে দেশের জঙ্গি তত্পরতা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন সাবেক এমপি, জাতীয় সংসদের সাবেক হুইপ, বরিশাল সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলে সব রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারেন না— এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তাই এ অবস্থায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু জাতীয় ঐক্য হচ্ছে না। সব দল নিয়ে জাতীয় ঐক্য হলেই আলোচনা হবে দেশটা কীভাবে চলবে। আগে তিন জোটের রূপরেখা ছিল। সেটিও আজ বিলীন হয়ে যাচ্ছে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১২৩ অনুচ্ছেদ করা হয়েছে। সংবিধানের মাধ্যমে গণতন্ত্র অবরুদ্ধ করা হয়েছে। আজ অনেকে আলাপ-আলোচনায় আসছে না। কারণ আলোচনায় বসলেই গণতন্ত্রের কথা উঠবে। দেশের সমস্যার কথা উঠলেই সমাধানের প্রশ্ন আসবে। সমাধানের কথা এলেই মসনদের কথা উঠবে, সে জন্যই ক্ষমতাসীনরা জাতীয় ঐক্য করতে চায় না। বিএনপির এই যুগ্ম মহসচিব বলেন, আজ ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ আবোল-তাবোল বকছে। তারা আলোচনা করছে না। তারা আবোল-তাবোল কথা বলার মধ্য দিয়ে মসনদে টিকে থাকতে চায়। এটিই তাদের চরিত্র। তিনি মনে করেন, বৃহত্তর স্বার্থ হচ্ছে দেশ ও স্বাধীনতাকে রক্ষা করা। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এখানে কাদা ছোড়াছুড়ি আর ব্লেমগেম না করে সব দল-মতের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। তবেই নির্মূল করা সম্ভব জঙ্গিবাদের উত্থান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর