শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে

-----------কর্নেল (অব.) জাহিদ ফারুক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে

‘সারা বিশ্বেই আজ জঙ্গি তত্পরতা দেখা যাচ্ছে। এই অপশক্তিকে নির্মূল করতে হলে সবার সম্মিলিত প্রয়াস দরকার। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল শান্তির ধর্ম ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অনেক বছর ধরে ব্যবহার করে আসছে। ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি এবং শোলাকিয়ায় যে ঘটনা ঘটেছে, আইএসের সঙ্গে এর যোগসূত্র আছে বলে অনেকে বলার চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক নয়। লক্ষ্য করলে দেখা যায়, এই দুই স্থানে হামলাকারী সবাই উঠতি বয়সের ছেলে। তাদের ব্রেন ওয়াশ করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। এই কার্যক্রম সাময়িক। জঙ্গিবাদ রুখতে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এমনটাই বলেছেন নিরাপত্তা বিশ্লেষক বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন পৃথিবীর বুকে একটি সম্মানজনক স্থানে পৌঁছার দ্বারপ্রান্তে, তখন এ ধারা ব্যাহত করতে কিছু দেশি-বিদেশি চক্র সক্রিয় হয়ে উঠেছে। আমাদের জনগণকে বুঝতে হবে, এ দেশ আমাদের। এ দেশ বাঁচলে এখানকার মানুষ বাঁচবে, ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনভাবে বড় হয়ে উঠতে পারবে। দেশের মানুষকে জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছেন, তা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিল কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে জঙ্গিবাদ উসকে দেওয়ার চেষ্টা করে, তাহলে তা বুমেরাং হবে।’ নিরাপত্তা বিশ্লেষক জাহিদ ফারুক বলেন, ‘আফগানিস্তানকে ঘায়েল করতে পাকিস্তানে তালেবান সৃষ্টি হয়েছে। ইরানকে ঘায়েল করতে ইরাকের সাদ্দাম হোসেনকে ব্যবহার করা হয়েছে। পরে সাদ্দাম হোসেনের নির্মম পরাজয় এবং মৃত্যু সবাই দেখেছে। সিরিয়ায় আসাদ সরকার এবং আইএস পরস্পরকে ঘায়েল করতে তত্পর। আমরা সবাই তাদের করুণ পরিণতি দেখছি। সুতরাং দেশের স্বার্থে ব্যক্তিগত লোভ-লালসা ভুলে গিয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের কথা বিবেচনা করে, আমরা যদি একে অপরকে সাহায্য করি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াই, সেটাই হবে সত্যিকার অর্থে দেশপ্রেমিকের উদাহরণ।’ তিনি বলেন, জঙ্গিবাদ অব্যাহত থাকলে এ দেশের উন্নয়ন ব্যাহত হবে, দেশের সাড়ে ১৬ কোটি মানুষ কাজ পাবে না। বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। সেটি হলে এ দেশের লোকজন না খেয়ে মারা যাবে। যেভাবে সিরিয়ার লোকজন আজ বিতাড়িত হয়ে সাগর পাড়ি দিচ্ছে।

সর্বশেষ খবর