শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

যশোরে আওয়ামী লীগ নেতা খুন

অভিযোগ দলের বিরুদ্ধেই

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন হত্যার মূল পরিকল্পনাকারী একই দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। গতকাল যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করে বলা হয়, এ হত্যা মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করেনি। এ সুযোগে মামলা প্রত্যাহারের  জন্য নিহতের পরিবারের সদস্যদের নানারকম হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তবে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, মোশারেফ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাকে কেন আমি খুন করতে যাব? আমি খুন-খারাবির সঙ্গে নেই, থাকিও না। তিনি বলেন, আদালতে জবানবন্দিতে ওই আসামি নিজেকে সেইফ করার জন্যই আমাকে জড়িয়েছে। খুনি কারা তা অনেকেই দেখেছে। আমি খুন করে থাকলে ওরা আমার নামে মামলা করত। কিন্তু মামলা করে অজ্ঞাত ব্যক্তিদের নামে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মোশারেফের ভাই আতিয়ার রহমান। এ সময় সেখানে মোশারেফের স্ত্রী ফেরদৌসী বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর ২৪ ফেব্রুয়ারি শহরের পুরাতন কসবা কাজীপাড়ার বাসা থেকে মোটরসাইকেল যোগে ইছালি  ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে যশোর-মাগুরা সড়কের সিনজেন্টা ডিপোর কাছে গুলিতে নিহত হন মোশারেফ হোসেন।

সর্বশেষ খবর