মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সর্বদলীয় ঐক্যই পারে প্রতিরোধ গড়তে

——— জাফরুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সর্বদলীয় ঐক্যই পারে প্রতিরোধ গড়তে

‘সর্বমানবের প্রতিরোধ ছাড়া জঙ্গিজান্তাকে মোকাবিলা করা সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সর্বদলীয় ঐক্যই পারে সর্বমানবের প্রতিরোধ গড়তে। দেশের মানুষ উগ্র নয়। তারা সভ্য ও দেশপ্রেমিক। এই বোধ বা সংস্কৃতিকে কাজে লাগাতে হবে। জঙ্গিনিরোধে সরকারের নানা প্রশাসনিক পদক্ষেপ নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করেই চট্টগ্রাম বিএনপির অন্যতম শীর্ষস্থানীয় এই নেতা এক প্রশ্নের জবাবে বলেন, জঙ্গিদের বিরুদ্ধে বিএনপিও মাঠে-ময়দানে সোচ্চার রয়েছে। শোলাকিয়া আর গুলশান হত্যাকাণ্ডের নিন্দা ও শোক জানিয়েছে বিএনপি। জঙ্গিবিরোধী জাতীয় ঐক্য বা সর্বদলীয় ঐক্য নিশ্চিতে বিএনপি নেতৃত্বাধীন জোটে জামায়াত-শিবিরকে বাদ দেওয়ার লক্ষ্যে কোনো শুদ্ধি অভিযান প্রয়োজন কি না—এমন প্রশ্নে সাবেক এই বিএনপি-জামায়াত জোটের এমপি বলেন, ‘সব ব্যাপারে মতামত দেওয়ার ক্ষমতা দল আমাকে দেয়নি।’

 

সর্বশেষ খবর