শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পাড়া-মহল্লায় শক্ত অবস্থান জরুরি

—আলহাজ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পাড়া-মহল্লায় শক্ত অবস্থান জরুরি

যারা উন্নয়নে বিশ্বাস করে না, মূলত তারাই জঙ্গিবাদ-সন্ত্রাসে মদদ দিচ্ছে। ইসলামের নামে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আরও সতর্ক থাকতে হবে বলে মনে করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনায় ১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান এমপি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে সম্মিলিতভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, যারা রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ইসলামকে ব্যবহার করে, তারা একেক সময় একেক রূপ ধারণ করে। তারা ৫ জানুয়ারি নির্বাচনের সময় আগুন-সন্ত্রাস সৃষ্টি করেছিল। আর এখন ইসলামের নামে মানুষ খুন করছে। এ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান বেশ শক্ত। মিজানুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে যে বিষয়গুলো বলা আছে, তা আমরাও পালন করতে চাই। আমরা চাই সবাই যেন মিলেমিশে শান্তির বাংলাদেশে বসবাস করতে পারি। আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ যুদ্ধাপরাধীর বিচারকে কেন্দ্র করে ক্ষমতা দখলের উদ্দেশ্য হাসিলের জন্য এসব করা হচ্ছে। কিন্তু শক্তি দিয়ে, অবৈধ পথে, অস্ত্র দিয়ে মানুষ মেরে ক্ষমতায় আসা যায় না। অতীতের ইতিহাস থেকে আমাদের সেই শিক্ষা আছে। তিনি বলেন, সর্বহারার নামে মানুষ খুন করে ‘পলিটিক্যালি’ (রাজনৈতিকভাবে) যারা পরিচিতি পেতে চেয়েছিল, পরে তারা তাদের ভুল বুঝতে পারে। জাসদের মতো একটি রাজনৈতিক দল, যারা অন্য লাইনে চলে গিয়েছিল, তারাও চেষ্টা করেছিল গণবাহিনী তৈরি করে ক্ষমতায় যেতে। কিন্তু তারাও তাদের ভুল বুঝতে পেরেছে। এই সংসদ সদস্য বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি এর পেছনে কারা আছে, এর গডফাদার কারা, অর্থের জোগানদাতা কারা, দেশের বাইরে ও ভিতর থেকে কারা মদদ দিচ্ছে, তা খুঁজে বের করতে হবে।

সর্বশেষ খবর