শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বাইক হাসানও নিখোঁজ ছিল দেড় বছর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি ক্যাডার নজরুল ওরফে হাসান ওরফে পারভেজ ওরফে বাইক হাসানও (২৬) প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছিল। গতকাল বিকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে তার লাশ নিতে এসে বাবা আবদুল্লাহ মিয়া ওরফে মুন্না এ তথ্য জানান। তিনি জানান, ১১ ছেলে-মেয়ের মধ্যে বাইক হাসান সবার বড়। নীলফামারী সদর উপজেলার ভবানীগঞ্জ নুরানি মাদ্রাসায় হাসান দুই বছর পড়াশোনা করেছে। এরপর আর পড়াশোনা করেনি। পরবর্তীতে সে হাটে-বাজারে মসলা ও সবজি বিক্রি করত। বাইক হাসানের বাবা জানান, প্রায় ছয় বছর আগে হাসান নীলফামারী সদরের রামগঞ্জ এলাকার ইসমত আরা নামে এক নারীকে বিয়ে করে। তার দুটি মেয়েও আছে। বড় মেয়ের বয়স পাঁচ বছর। আর ছোটটি তিন বছরের। দেড় বছর আগে ঢাকায় কাজের কথা বলে বাইক হাসান বাড়ি ছাড়ে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এর মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের পর তাকে খুঁজতে বেশ কয়েকবার বাড়িতে পুলিশ যায়। পরে মঙ্গলবার বিকালে থানা থেকে মুকুল নামের একজন চৌকিদার পাঠিয়ে তাকে ডেকে পাঠানো হয়। তিনি থানায় গেলে রাত ১০টা পর্যন্ত দেবীগঞ্জ থানায় রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকালে লাশ নিতে রাজশাহীতে যাওয়ার কথা বলা হয়। এদিকে মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাইক হাসান অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১১টি হত্যাকাণ্ড এবং দুটি হত্যা প্রচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সে রংপুরের কাউনিয়া উপজেলায় জাপানি নাগরিক হোশি কোনিও ও খাদেম রহমতুল্লাহ হত্যাকাণ্ড, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ব্যবসায়ী তরুণ দত্ত ও জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র হত্যাকাণ্ড, কুড়িগ্রাম জেলায় খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হোসেন আলী সুমন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার শ্রী শ্রী গৌরী মঠের মহারাজ যোগেশ্বর দাসাধিকারী, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার দুবাইল বাজারের দর্জি নিখিল হত্যাকাণ্ড, পাবনার হেমায়েতপুর আশ্রমের সেবক নিত্যরঞ্জন হত্যাকাণ্ড, কুষ্টিয়ার হোমিও চিকিৎসক মীর সানোয়ার রহমান হত্যাকাণ্ড, নাটোরের বনপাড়ার খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ড এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার রানীরবন্দর এলাকার ধীরেন্দ্রনাথ ও রংপুরের বাহাই সম্প্রদায় নেতা ডা. রুহুল আমিন হত্যাচেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

সর্বশেষ খবর