শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আল আনসারের পাঁচ জঙ্গি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

নতুন একটি জঙ্গি সংগঠন আল আনসারের (হুজি) প্রধান সমন্বয়কারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতভর রাজধানীর রায়েরবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মোহা. রাশিদুল আলম রাশেদসহ (২৫) পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন—মো. আবু বক্কর মনির (২৩), আবদুল্লাহ আল মামুন মিয়া (২৬), রাইসুল ইসলাম রাসেল (২৫) ও  মো. আবদুল মালেক। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, কম্পিউটার, ল্যাপটপ ও প্রশিক্ষণসামগ্রী জব্দ করা হয়। এ উপলক্ষে গতকাল বিকালে শেরেবাংলানগরে র‌্যাব-২-এর কার‌্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, হাজারীবাগ থেকে গ্রেফতার জঙ্গি সংগঠন আল আনসারের সদস্যরা আল-কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী। তারা হরকাতুল জিহাদ থেকে বেরিয়ে এসে এ সংগঠনটি করার চেষ্টা করছে। তারা ভাবছে, এ নামে জঙ্গি সংগঠন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পারবে। তবে তারা তা পারেনি। মুফতি মাহমুদ বলেন, হরকাতুল জিহাদ (হুজি) থেকে বেরিয়ে আসা সদস্যরা দুই বছর আগে আল আনসার নামে নতুন জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু করেন। সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ ও প্রচারণা  করতেন তারা। রিকশা ও গাড়িচালকের আড়ালে তারা জঙ্গি কার্যক্রম করেন। দুই গ্রুপে ১০ জন করে বগুড়া ও চট্টগ্রামে প্রশিক্ষণ নিতেন তারা। সমন্বয়কারী রাশেদুল ইসলামী শিক্ষায় অভিজ্ঞ। তিনি আইএসসহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বই-পুস্তক অনুবাদ করে প্রকাশ করে থাকেন।

সর্বশেষ খবর