শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
দুর্নীতির মামলা

রেলের ইউসুফ মৃধার পাঁচ বছরের জেল

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় রেলের মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) ইউসুফ আলী মৃধাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের জানান, এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে তাকে পাঠানো হয়েছে। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত এ আসামির বিরুদ্ধে বেশ কটি মামলা আছে। তরে এই প্রথম কোনো মামলার রায়ে তার সাজা হলো। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপ-পরিচালক রেজাউল হাসান তরফদার বাদী হয়ে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন। মামলায় মৃধার বিরুদ্ধে ৪০ লাখ ৯ হাজার ৯১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৩৪ হাজার ৯১০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। পরে তদন্ত শেষে ওই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। উল্লেখ্য, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। ইউসুফ আলী মৃধা পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় রেলের ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

সর্বশেষ খবর