শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

চার বছরের ‘বৃদ্ধ’ বায়েজিদ ঢাকায়

প্রতিদিন ডেস্ক

চার বছরের ‘বৃদ্ধ’ বায়েজিদ ঢাকায়

চার বছরেই বৃদ্ধের মতো হয়ে যাওয়া বায়েজিদের উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে মা-বাবা মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

গতকাল সকাল ১০টায় বায়েজিদকে নিয়ে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে বাসে ওঠার কথা জানান তার বাবা মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের লাবলু শিকদার। খবর বিডিনিউজের। আজ সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা। এর আগে মাগুরা থেকে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে জানান মাগুরা সদর হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট দেবাশিস বিশ্বাস। লাবলু শিকদার জানান, পাঁচ বছর আগে তিনি তার আপন খালাতো বোন তৃপ্তি খাতুনকে বিয়ে করেন। চার বছর আগে বৃদ্ধের মতো চেহারা নিয়ে ভূমিষ্ঠ হয় বায়েজিদ। দিন দিন বার্ধক্যের ছাপ প্রকট হতে থাকে। মাগুরায় অনেক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে মাগুরা সদর হাসপাতালের পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেয়। চিকিৎসক দেবাশিস বলেন, সম্প্রতি বায়েজিদের রোগটিকে ‘প্রজেরিয়া’ বলে চিহ্নিত করে ঢাকা মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানকার বিশেষজ্ঞরাও আগ্রহ দেখিয়েছেন। জিনগত সমস্যার কারণে এ রোগ হয়ে থাকে। এখনো এর কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। প্রজেরিয়ায় আক্রান্তরা সাধারণত ১২-১৪ বছর বেঁচে থাকে বলে জানান চিকিৎসকরা।

সর্বশেষ খবর