শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
প্রকৃতি

হাতিটি এখনো উদ্ধার সম্ভব হয়নি

জামালপুর প্রতিনিধি

হাতিটি এখনো উদ্ধার সম্ভব হয়নি

বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় দলছুট হাতিটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল দিনভর ভারতীয় ও বাংলাদেশের যৌথ বিশেষজ্ঞ দল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরাঞ্চলে হাতিটিকে অনুসরণ করেছে।

গতকাল  দিনভর হাতিটি সরিষাবাড়ী উপজেলার ইজারাপাড়া, ফুলবাড়িয়া, পঞ্চপীর, সৈয়দপুর গ্রাম এলাকা ঘুরে সর্বশেষ ধারাবর্ষা গ্রামে অবস্থান করছিল। ভারতীয় বিশেষজ্ঞ দলের প্রধান আসাম রাজ্যের সাবেক প্রধান বন সংরক্ষক ডক্টর রিতেশ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, হাতিটি পানি থেকে ডাঙায় উঠতে পারছে না। যেখানেই হাতিটি পানিতে ওঠার চেষ্টা করছে সেখানেই গ্রামবাসী তাকে বাধা দিচ্ছে। বন্যার কারণে বিস্তীর্ণ চরাঞ্চলে পানি থাকায় চেতনানাশক দিয়ে হাতি উদ্ধার করা ঝুঁকিপূর্ণ। তা ছাড়া চরাঞ্চলে ট্রাক ও ক্রেন ব্যবহারও সম্ভব নয়। আমরা অপেক্ষা করছি বন্যার পানি কমলে হাতিটিকে ডাঙায় সুবিধাজনক স্থানে পাব। সেক্ষেত্রে উদ্ধার সহজ হবে। না হলে অন্য পোষা হাতি দিয়ে তাকে সীমান্তের বনাঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ বিশেষজ্ঞ দলের প্রধান নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ডক্টর তপন কুমার দে জানান, দলছুট হাতিটি পুরুষ। সে বেশ শান্ত স্বভাবের। তারপরও দীর্ঘদিন পানিতে থাকায় ঠিকমতো খাবার না পেয়ে হাতিটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

সর্বশেষ খবর