রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
রিজার্ভ চুরি

জরিমানার এক কোটি ৫ লাখ ডলার জমা দিল রিজাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সংশ্লিষ্টতার অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন—আরসিবিসি জরিমানাকৃত অর্থের অর্ধেক ১ কোটি ৫ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেসতর এসপেনিলা জুনিয়র গণমাধ্যমে জানিয়েছেন, গতকাল ওই পরিমাণ অর্থ জমা দেওয়া হয়েছে। বাকি অর্ধেক অর্থ আগামী বছর পরিশোধ করবে বলে আরসিবিসি জানিয়েছে। প্রসঙ্গত, ৫ আগস্ট আরসিবিসিকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার গত ফেব্রুয়ারিতে চুরি করে হ্যাকাররা আরসিবিসিতে পাঠিয়েছিল। এ ক্ষেত্রে ব্যাংকটির দোষ প্রমাণ পাওয়ায় তাদের এ জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক। আরসিবিসি জানিয়েছে, এক বছরে দুই কিস্তিতে এ জরিমানা পরিশোধ করবে তারা। তবে এই অর্থ কারা পাবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এর আগে ক্যাসিনো থেকে উদ্ধার করা ১৫ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ খবর