সোমবার, ১৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিদ্যুৎবিহীন বাসার প্রতিবেশী শেখ ফজিলাতুন নেছা

অ্যাডভোকেট আহমেদ আলী

বিদ্যুৎবিহীন বাসার প্রতিবেশী শেখ ফজিলাতুন নেছা

’৫৭ সালের দিকের কথা। আমি তখন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র  সহসভাপতি। ঢাকায় এলএলবিতে পড়ি। থাকি ঢাকার আলু বাজারে বোনের বাসায়। তার পাশে নাজিরা বাজারে থাকেন বঙ্গবন্ধুর পরিবার। প্রায় সকাল-বিকাল বঙ্গবন্ধুর বাসায় যাওয়া হতো। দেয়াল তোলা টিনশেড বাসাটিতে বিদ্যুৎ ছিল না। বঙ্গবন্ধু হাত পাখায় বাতাস করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন চঞ্চল বালিকা। গরমে তার গায়েও ফোসকা পড়েছে বলে জানান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর পত্নী লাজুক ছিলেন, আমরা গেলে প্রথম প্রথম মাথায় ঘোমটা দিয়ে ভিতরে চলে যেতেন। পরে অবশ্য বিভিন্ন বিষয়ে তার থেকে আমরা পরামর্শ নিতাম। প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে বেশি লেখাপড়া না করলেও বেগম মুজিব ছিলেন অনেক মেধাবী। তিনি খুব পান খেতেন। পান খেয়ে মুখ লাল করে রাখতেন। মধুমতি নদীর আবহে বেড়ে ওঠা বেগম মুজিব ঢাকায় প্রথমে ওঠেন মন্ত্রী পাড়ায়। মন্ত্রিসভা ভেঙে গেলে তারা সেখান থেকে বেরিয়ে পড়েন। সরকার নাখোশ হবে এ ভয়ে অনেকে বঙ্গবন্ধুকে বাসা ভাড়া দিতে চাইতেন না। মন্ত্রী পাড়া থেকে বিদ্যুৎবিহীন বাসায় ওঠা অনেক চ্যালেঞ্জের বিষয়। বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামে তাকে সব সময় সহযোগিতা করে গেছেন বেগম মুজিব। ১১ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে বেগম মুজিবকে নিয়ে লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখাটি ছিল সময়োপযোগী। লেখাটি পড়ে আমার এই স্মৃতি হাতড়ানোর চেষ্টা। এই সময়ে বঙ্গবন্ধু, বেগম মুজিব ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি।

সর্বশেষ খবর