সোমবার, ১৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জুলিয়েট-পিলপিলের ঘরে ৪৭ নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক ও বাগেরহাট প্রতিনিধি

জুলিয়েট-পিলপিলের ঘরে ৪৭ নতুন মুখ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দে  দুটি কুমিরের ডিম থেকে ৪৭টি বাচ্চা ফুটেছে। প্রজনন কেন্দে  মা কুমির জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে গতকাল সকালে এসব বাচ্চা ফোটে। কুমিরের বাচ্চাগুলো সুস্থ রয়েছে। বাচ্চাগুলোকে ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দে  রাখার পর প্রজনন কেন্দে র কুমির লালন-পালন প্যানে ছেড়ে দেওয়া হবে। সুন্দরবন বিভাগ এ খবর নিশ্চিত করেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দে র ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ২০ মে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দে র দুটি মা কুমির জুলিয়েট ৫০টি ও পিলপিল ৪৮ডিম দেয়। এরপর থেকে ডিম কেন্দে র নিবিড় পরিচর্যা কেন্দে  রেখে সঠিক তাপ ও আর্দ্রতা, পর্যাপ্ত অক্সিজেন ও আলোর ব্যবস্থা রয়েছে এমন পরিবেশে রাখা হয়। গতকাল সকাল থেকে বাচ্চা ফুটতে শুরু করে। সকাল সাড়ে ১০টার মধ্যে ৪৭টি বাচ্চা ফুটে বের হয়। তবে ৫১টি ডিম নষ্ট হয়ে গেছে। এই প্রজনন কেন্দ  থেকে ডুলাহাজারা সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক, পটুয়াখালী বন বিভাগ ও সুন্দরবনের বিভিন্ন নদী-খালে কুমির অবমুক্ত করা হয়ে থাকে।

সর্বশেষ খবর