শিরোনাম
বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

যাবতীয় সুকীর্তি নষ্ট হচ্ছে দুর্নীতিতে

——— ড. মঈনুল ইসলাম

যাবতীয় সুকীর্তি নষ্ট হচ্ছে দুর্নীতিতে

চট্টগ্রামের মেয়র অভিনন্দনযোগ্য কাজ করেছেন এবং সরকারের যাবতীয় সুকীর্তি নষ্ট করে দিচ্ছে এই দুর্নীতির বদনাম— জানালেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঈনুল ইসলাম। তিনি মনে করেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রে যখন কেউ ঘুষ খোঁজে তখন বুঝতে হবে এর পেছনে একটা বড় নেটওয়ার্কের ব্যাপার আছে। ড. মঈনুল ইসলাম আরও বলেন, চট্টগ্রামের মেয়রের যে অভিযোগ আলোড়ন তুলেছে তাতে তাকে অভিনন্দন দেওয়া উচিত। একই সঙ্গে তার অভিযোগ থেকে চট্টগ্রাম যে নগণ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে, সে বিষয়টিও উঠে এসেছে। মেয়রের অভিযোগটি প্রশংসনীয়। ড. মঈনুল ইসলাম দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে সংগ্রাম সে বিষয়ে মেয়রের সতর্ক অবস্থান প্রশ্নে বলেন, দুর্নীতির ব্যাপারে মেয়রের স্বচ্ছ অবস্থানের মতোই সার্বিকভাবে কঠোর ও সতর্ক অবস্থান দরকার, যাতে সরকারের ইমেজটা এ ক্ষেত্রেও বাড়ে। দুর্নীতি দমন কমিশন আইন কার্যকর করা দরকার। কেননা, সরকারের যাবতীয় সুকীর্তি নষ্ট করে দিচ্ছে এই দুর্নীতি।

সর্বশেষ খবর