শিরোনাম
বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অলিয়ঁস ফ্রঁসেজে ‘পৌরাণিক মন’

সাংস্কৃতিক প্রতিবেদক

অলিয়ঁস ফ্রঁসেজে ‘পৌরাণিক মন’

অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো চিত্রশিল্পী এ আর রুমীর ‘পৌরাণিক মন’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। গতকাল বিকালে গ্যালারিটির ক্যাফে-লা-ভেরান্দায়। প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জাইদ বখত, গবেষক আরভি আহমেদ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শামীম আহসান। সমাজ এখন ভাঙছে। অস্থির চারদিক। সবাই মিলে আমরা পার করছি এক ক্ষুব্ধ সময়। নৈতিকতা, প্রজ্ঞা আর মানবতা হারিয়ে যাচ্ছে। অথচ   অল্পকাল আগেও আমরা স্থিত ছিলাম। প্রেরণা আর প্রশান্তি আমাদের ঘিরে রেখেছিল। শিল্পী এ আর রুমী ভয়ের এই পৃথিবীতে একা। অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে সেতু গড়তে চাইছেন রুমী। ভাঙছেন সীমানা, নতুন করে গড়ছেনও। রুমী আসলে নির্মাণ করছেন একটি আনন্দভুবন যার মধ্যে দর্শকপূর্ণতা ও মুক্তির স্বাদ পাবে। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। ২ সেপ্টেম্বর শেষ হবে প্রদর্শনী।

গণগ্রন্থাগার ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্মারক : দেশের ৩০টি গ্রন্থাগার আধুনিকায়নের (ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তর) লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদফতর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছে।

সর্বশেষ খবর