শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নদ-নদীতে শ্রাবণসংক্রান্তি

নাসির উদ্দিন, টাঙ্গাইল

নদ-নদীতে শ্রাবণসংক্রান্তি

টাঙ্গাইলের আট নদ-নদীতে গতকাল বর্ণাঢ্য আয়োজনে আবহমান বাংলার জনপ্রিয় পালা শাওনের ডালা ‘শ্রাবণসংক্রান্তি ১৪২৩’ উৎসব পালিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি থেকে এ উৎসবের উদ্বোধন করেন।

সাধনা ও যাত্রিকের আয়োজনে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারঘাট থেকে সুসজ্জিত নৌকাবহর নিয়ে যাত্রা হয় শ্রাবণসংক্রান্তির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আখতারী মমতাজ, শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সাংবাদিক ও অভিনেতা পীযূষ সিকদার, যাত্রিকের ম্যানেজিং ডিরেক্টর সাদাব সাজ, সাধনার কোঅর্ডিনেটর লাবণ্য সুলতানা বন্যা ও গবেষক কোঅর্ডিনেটর শফিউদ্দিন তালুকদার। দিনভর উৎসবের কর্মসূচি অনুযায়ী বেইলা নাচানির যাত্রাপালার শিল্পীরা সুসজ্জিত নৌকায় করে নৃত্যগীত করে নদ-নদীর আটটি ঘাটে পুজো দেন। পরে কালিহাতী উপজেলার আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেইলা নাচানির যাত্রাপালার আয়োজন করা হয়। এতে জনপ্রিয় বেহুলা লাচারি পালা প্রদর্শিত হয়। এ পালায় বেহুলা, মনসা, সনেকা, নরেকা, দাসী ইত্যাদি চরিত্রে পুরুষরা নারী সেজে সংলাপ ও নৃত্যগীতে অংশ নেন। টাঙ্গাইলের যমুনা, ঝিনাই, ধলেশ্বরী, বৈরান, বংশী, ফটিকজানী ও লৌহজং নদ-নদীতে প্রতি বছরই এই ‘শাওইনা ডালা’ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর