শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
নিউইয়র্কে বাংলাদেশি খুন

অভিযোগ অস্বীকার আটক মোরেলের

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার বন্ধুকে হত্যার অভিযোগ আদালতে অস্বীকার করেছেন এ ঘটনায় গ্রেফতার অস্কার মোরেল। খবর এএফপির।

নিউইয়র্কের কুইনসের একটি আদালতে মঙ্গলবার ৩৫ বছর বয়সী মোরেলকে হাজির করা হয়। আদালতে তাকে শান্ত দেখাচ্ছিল। সংক্ষিপ্ত হাজিরায় খুব কম কথা বলেছেন  তিনি। আদালতে মোরেল স্বীকার করেন, ভিডিও ফুটেজে তাকে হত্যাকাণ্ডের স্থানে দেখা গেছে। তবে তিনি ইমাম ও তার বন্ধুকে হত্যার কথা অস্বীকার করেছেন। কৌঁসুলি পিটার ম্যাককরম্যাক আদালতে বলেন, ইমাম ও তার বন্ধুর হত্যাকাণ্ড চরম ভয়ানক ও ঘৃণ্য কাজ। একে কেবল ঠাণ্ডা মাথায় করা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করা যায়। আদালত আজ মোরেলের হাজিরার পরবর্তী দিন ধার্য করেছে। এদিন তার জন্য একজন আইনজীবী নিয়োগ করা হবে। হত্যায় দোষী সাব্যস্ত হলে মোরেলের প্যারোল ছাড়া সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তবে ‘বিদ্বেষপূর্ণ অপরাধ’ এ হত্যার সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে। গত শনিবার নিউইয়র্কের কুইনসের ওজোন পার্ক এলাকার আল-ফুরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখনজি ও তার বন্ধু তারা মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ব্রুকলিনবাসী মোরেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর