শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগ ক্যাডারদের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় করিম বক্ত মামুন (২২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। গতকাল ভোর রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামুন জিন্দাবাজার অ্যালিগেন্ট শপিং সিটির নিচতলায় একটি মোবাইল দোকানের মালিক ছিলেন। ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার দুপুরে মার্কেটের পার্কিংয়ের রাস্তার সামনে সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলেমান আহমদ তার মোটরসাইকেল রাখতে গেলে নিরাপত্তারক্ষী বাধা দেন। তখন সুলেমান নিরাপত্তারক্ষীকে মারধর করেন। ঘটনাটি দেখে ব্যবসায়ী মামুন এগিয়ে এসে সুলেমানকে পার্কিংয়ে মোটরসাইকেল রাখার অনুরোধ করেন। সুলেমান তখন মামুনের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এর কিছুক্ষণ পর সুলেমানের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ ক্যাডার এসে মামুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় মামুনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর রাত ৩টার দিকে তিনি মারা যান। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল দুপুরে জিন্দাবাজারের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন। এ সময়ের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি সুহেল আহমদ জানান, খুনিদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে। রাজনৈতিক পরিচয় থাকলেও খুনিরা পার পাবে না।

সর্বশেষ খবর