শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

বঙ্গ বাহাদুরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

জামালপুর প্রতিনিধি

‘বঙ্গ বাহাদুর’-এর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। বন বিভাগের ময়মনসিংহ অঞ্চলের বন কর্মকর্তা গোবিন্দ রায় এই কমিটি গঠন করেন। জামালপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুর রহমানকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- কক্সবাজারের ভেটেনারি সার্জন মোস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু সাফারী পার্ক গাজীপুরের ভেটেনারি সার্জন ডা. নিজাম উদ্দিন, শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক মো. কামরুজ্জামান এবং সরিষাবাড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে হাতিটির মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কয়ড়া গ্রামে ‘বঙ্গ বাহাদুর’কে মাটিচাপা দেওয়া   হয়েছে। উল্লেখ্য, বন্যার পানিতে ভেসে ভারতীয় বন্য হাতিটি বাংলাদেশে ঢুকে পড়ে। দীর্ঘ দেড়মাস ধরে হাতিটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের চরাঞ্চলে ঘুরে বেড়ায়। ১১ আগস্ট বনবিভাগের কর্মকর্তারা চেতনানাশক প্রয়োগ করে হাতিটিকে উদ্ধার করে। উদ্ধারের পর হাতিটি অসুস্থ হয়ে পড়ে।

সর্বশেষ খবর