শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হলের দাবিতে জগন্নাথে ছাত্র ধর্মঘটের ডাক

ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

হলের দাবিতে জগন্নাথে ছাত্র ধর্মঘটের ডাক

নতুন হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা ও পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নামে হস্তান্তরের দাবিতে ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় ধর্মঘট ডেকেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব-ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে ৫ শতাধিক শিক্ষার্থীর একটি মিছিল শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ে যায়। রায়সাহেব বাজার ও নয়াবাজার মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। বাধা অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছলে পুলিশ জলকামান নিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা পল্টন থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়ক বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জবির প্রক্টর নুর মোহাম্মদ ও রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমানের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। আন্দোলনকারীরা বলেছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না। ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনের এক পর্যায়ে প্রক্টর ড. নুর মোহাম্মদ উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলনের পক্ষে নয়। ২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমির দাবিতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের ৩৮তম একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সরকারের কাছে আবারও একটি আবেদন করা হয়েছে। উল্লেখ্য, শিক্ষার্থীদের এ আন্দোলন ২ আগস্ট থেকে চলমান।

সর্বশেষ খবর