শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
এইচএসসি ও সমমানের ফল

পাসের হার ৭৪.৭০ জিপিএ ৫৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল গতকাল প্রকাশ করা হয়েছে। ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজার ৮৯৪ জন। সে হিসেবে এবার উচ্চমাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ৩৮২। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সঙ্গে ছিলেন। পরে দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। আট সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন। মাদ্রাসা বোর্ডে ৮৯ হাজার ৬০৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৮ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৪১৪ জন পেয়েছেন জিপিএ-৫। কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৪ দশমিক ৫৭ শতাংশ পাস করেছেন। ৬ হাজার ৫৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন। এ বছর ৮৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব ফলপ্রার্থী উচ্চমাধ্যমিকে পাস করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ১৩৩টি। আর ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এ সংখ্যা ছিল ৩৫টি। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী ফেল করা কলেজের সংখ্যা ১০টি কমেছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৮৩ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। সবচেয়ে কম ৬৪ দশমিক ৪৯ শতাংশ পাসের হার কুমিল্লা বোর্ডে। ৭৫ দশমিক ৪০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বোর্ড এবং ৭৩ দশমিক ৫৩ শতাংশ নিয়ে ঢাকা বোর্ডের অবস্থান তৃতীয়। চতুর্থ অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৬৪, ৭০ দশমিক ১৩ শতাংশ পাসের হার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড। পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ নিয়ে ষষ্ঠ অবস্থানে সিলেট বোর্ড এবং সপ্তম স্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে পাসের হারে এগিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডটিতে ৮৮ দশমিক ১৯ শতাংশ পাস করেছেন। কারিগরি বোর্ডে ৮৪ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ ছাড়া ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) পাসের হার ৮১ দশমিক ৪৬ শতাংশ।

সর্বশেষ খবর