সোমবার, ২২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রকৌশলী এমবিএদের ঝাড়ুদার হওয়ার আবেদন!

কলকাতা প্রতিনিধি

চুক্তিভিত্তিক ঝাড়ুদার পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল এলাহাবাদপুর পৌর কর্তৃপক্ষ। আবেদন জমা পড়ার পর তা বাছাই করতে গিয়ে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা দেখে চোখ কপালে উঠে যায় কর্তৃপক্ষের। কারণ এই পদের জন্য আবেদনকারীদের মধ্যে ছিলেন এমবিএ ও প্রকৌশলীরাও।

জানা গেছে, গত জুলাই মাসে উত্তরপ্রদেশের এলাহাবাদ পৌরসভা চুক্তিভিত্তিক ১১৯ জন ঝাড়ুদার নেওয়ার  জন্য একটি বিজ্ঞাপন প্রকাশ করে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ১৩ আগস্ট। আবেদন জমা পড়ে ১ কোটি ১০ লাখ। অর্থাৎ ১টি পদের জন্য আবেদন পড়ে ৯২৫টি। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝাড়ুদারের কাজ ছিল হাতে ঝাঁটা নিয়ে রাস্তা-ঘাট-ড্রেন-নর্দমা পরিষ্কার করা। স্বাভাবিকভাবেই এই পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ছিল না। প্রার্থীকে শুধু পড়তে ও লিখতে জানতে হবে এবং স্থানীয় ভাষা বুঝতে হবে। কিন্তু সেই পদেই চতুর্থ শ্রেণি পাস থেকে শুরু করে আবেদনকারীদের মধ্যে পাওয়া গেছে প্রকৌশলী, ম্যানেজমেন্ট, এমএ, বিএসসি, বিএ পাস করা চাকরিপ্রার্থীদেরও। এ পদের জন্য বেতন ধার্য করা হয়েছিল ১৭ হাজার রুপি। কিন্তু ওই বেতনের জন্য ১ কোটি আবেদনপত্র পেয়ে অবাক হয়েছেন পৌরসভার নিয়োগ কমিটির চেয়ারম্যান শীষ মনি পাণ্ডে। তিনি জানান, দেখে অবাক হয়ে যাচ্ছি অধিকাংশ আবেদনকারীই উচ্চশিক্ষিত!

সর্বশেষ খবর