বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মাজার দখল নিয়ে আওয়ামী লীগ-জাসদের বোমাবাজি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের দখল নিয়ে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের দুজন ও জাসদের একজন কর্মী রয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের ঘোড়েশাহ বাবার মাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে আহত আওয়ামী লীগ কর্মী খায়রুল ইসলামের ভাই ঝন্টু বাদী হয়ে ১১ জাসদ কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, ঘোড়েশাহ বাবার মাজারে প্রতি বৈশাখ মাসজুড়ে সপ্তাহে দুই দিন মেলা বসে। এ সময় বিপুল পরিমাণ ভক্ত প্রচুর অর্থকড়ি ও উপঢৌকন নিয়ে আসেন। এ কারণে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগ সমর্থকরা এ মাজারের কর্তৃত্ব ধরে রাখতে মরিয়া। সোমবার রাত ৮টার দিকে ওই মাজারের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন কর্মী অবস্থান করছিল। এ সময় জাসদের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগ কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আওয়ামী লীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে জাসদ কর্মীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। হামলা-পাল্টা হামলায় উভয় গ্রুপের ৩ জন আহত হন। আহতরা হলেন আওয়ামী লীগ কর্মী খায়রুল ইসলাম ও রেজাউল ইসলাম এবং জাসদ কর্মী সামিউল পারভেজ লিখন। আহত জাসদ কর্মী সামিউল পারভেজ লিখন জানান, ঘোড়েশাহ বাবার মাজার দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে আইনুল, আল-আমিন, জাকির, রকি ও ইমনসহ আওয়ামী লীগ কর্মীরা তাদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর