শিরোনাম
বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ভারতে বাংলাদেশি ট্রলারডুবি, সাত লাশ উদ্ধার

কলকাতা প্রতিনিধি

ভারতীয় জলসীমায় বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে ডুবে গেছে বাংলাদেশি একটি ট্রলার। ডুবে যাওয়া ওই ট্রলার থেকে সাত বাংলাদেশি মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার মাঝ সমুদ্রে মাছ ধরতে গেলে ভারতীয় মৎস্যজীবীদের জালে আটকা পড়ে ‘এফবি নূর আলম’ নামে বাংলাদেশি ওই ট্রলার। এরপর তারাই গতকাল দুপুরের দিকে ওই ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারটিকে নিয়ে আসে রাক্ষসখালী উপকূলে। খবর দেওয়া হয় পাশের পাথরপ্রতিমা থানায়। পরে পুলিশ ও বন দফতরের কর্মীরা রাক্ষসখালী গিয়ে ডুবে যাওয়া ট্রলারটিকে সোজা করার চেষ্টা করেন। এরপর সন্ধ্যা পর্যন্ত ট্রলারের ভিতর থেকে সাত মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী সংগঠনের প্রধান জয়কৃষ্ণ হালদার বলেন, ‘সম্ভবত ৮ আগস্ট খারাপ আবহাওয়ার কারণে ওই বাংলাদেশি জাহাজটি ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে তা সমুদ্রের পানিতে ডুবে যায়। আজ (মঙ্গলবার) ওই ট্রলারটিকে এফ বি জয়তারা নামে একটি ভারতীয় ট্রলারের সঙ্গে বেঁধে পাথরপ্রতিমা থানার অন্তর্গত ব্রজবল্লভপুরে নিয়ে আসা হয়। এর পরই আমরা এটি বাংলাদেশি ট্রলার বলে নিশ্চিত হই। এরপর বিষয়টি স্থানীয় থানাকেও জানানো হয়। পুলিশের সহায়তায় ট্রলারের ভিতর থেকে সাত মৎস্যজীবীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এদিন বিকালের দিকে জোয়ার আসায় ট্রলারটিতে আর কোনো লাশ আছে কিনা তা দেখা সম্ভব হয়নি।’ স্থানীয় পুলিশ ও ভারতীয় মৎস্যজীবীদের ধারণা, ডুবে যাওয়া ওই বাংলাদেশি ট্রলারে আরও লাশ থাকতে পারে। আজ সকালে ফের উদ্ধারকাজ শুরু হওয়ার কথা রয়েছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, বাংলাদেশ সরকারকে বিষয়টি জানানো হয়েছে। ৮ আগস্ট সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে এর আগেও চারটি ট্রলার আটকে পড়ে ভারতীয় জলসীমায়। এরপর ভারতীয় কোস্টগার্ডের সহায়তায় কয়েকজন মৎস্যজীবী এবং দুটি ট্রলারকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর