শিরোনাম
বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-দিল্লি পরিবহন চলাচল শুরু

খুলনা-কলকাতা পরীক্ষামূলক বাস

নিজস্ব প্রতিবেদক ও কলকাতা প্রতিনিধি

ঢাকা-দিল্লি পরিবহন চলাচল শুরু

ঢাকা-দিল্লি রুটে পণ্যবাহী কার্গো (ওপরে), কলকাতা থেকে গতকাল বাস এসেছে খুলনায়

তৈরি পোশাক নিয়ে ঢাকা থেকে দিল্লি অভিমুখে একটি পণ্যবাহী কার্গো যান ২৭ আগস্ট রওনা দিয়েছে। এটি বেনাপোল-পেট্রাপোল-কলকাতা ও লখনৌ হয়ে ১ সেপ্টেম্বর দিল্লি পৌঁছার কথা। বাংলাদেশ-ভুটান-ভারত ও নেপালকে নিয়ে করা চার দেশীয় মোটরযান চলাচল চুক্তি (বিবিআইএন) অনুযায়ী পরীক্ষামূলক এ যান চলাচল শুরু হয়েছে।

ভারতীয় হাইকমিশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে একই চুক্তির আওতায় গতকাল কলকাতা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক যাত্রীবাহী বাস সার্ভিস চলাচল শুরু হয়েছে। ঢাকা-কলকাতা, কলকাতা-আগরতলার পর এবার বেনাপোল চেকপোস্ট দিয়ে খুলনা-যশোর-কলকাতা পথেও এ বাস চলবে। দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার কসবা ডিপো থেকে পরীক্ষামূলক বাস সার্ভিসের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় পশ্চিমবঙ্গের পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের মইনুল কবিরসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মইনুল কবির বলেন, কলকাতা থেকে খুলনা যেতে লাগবে ৭ থেকে ৮ ঘণ্টা। তবে আগামী দিনে এই যাতায়াতকে আরও গতিশীল করে তোলার চিন্তাভাবনা রয়েছে।

সর্বশেষ খবর